• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:

সরকার এক অজানা আতঙ্কের মধ্যে আছে: গণসংহতি আন্দোলন

24live@21
আপডেটঃ : শনিবার, ২ মার্চ, ২০২৪

সরকার এক অজানা আতঙ্কের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। তাঁরা বলেন, সরকারের ভেতর নার্ভাসনেস (স্নায়ুচাপ) কাজ করছে। তাই তারা হামলা-মামলা, দমন-পীড়ন চালাচ্ছে। কিন্তু এগুলো করে আন্দোলন দমানো যাবে না। গণমানুষের স্বার্থের পক্ষে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতারা এমন মন্তব্য করেন। গত বুধবার গণতন্ত্র মঞ্চের সচিবালয় অভিমুখে বিক্ষোভে জোনায়েদ সাকিসহ নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার বিচার ও গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান অভিযোগ করেন, সরকারের লুটপাট-দুর্নীতি-অর্থপাচার ছাড়া আর কোনো দিকে মনোযোগ নেই। বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন। এর আগেও ঢাকায় বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ মারা গেছেন। কিন্তু জনগণের জীবনের নিরাপত্তায় সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তারা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। মরার ওপর খাঁড়ার ঘার মতো সরকার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়েছে।

সমাবেশে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার বলেন, সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন, নির্যাতন চালাচ্ছে।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সৈকত মল্লিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান, মিজানুর রহমান মোল্লা প্রমুখ। সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে মিছিল বের করেন নেতা–কর্মীরা। মিছিলটি তোপখানা সড়ক হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে আবার পুরানা পল্টন গিয়ে শেষ হয়।

সূত্র :প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ